আর্কাইভ থেকে বিনোদন

অভিনেতা সুধীর শর্মার ভালো চরিত্র না পাওয়ায় আত্মহত্যা

তেলেগু অভিনেতা সুধীর শর্মা এই পৃথিবীর বুকে আর নেই। নিকু নাকু ড্যাশ ড্যাশ, সেকেন্ড হ্যান্ড-এর মতো সিনেমায় কাজ করেছিলেন তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে মারা যান তিনি। খবর অনুসারে ৩৩ বছরের এই অভিনেতা আত্মহত্যা করেছেন।

সুধীরের পরিবার সংবাদমাধ্যমকে জানায়, ‘ভালো চরিত্রে কাজ পাওয়ার জন্য অনেকদিন ধরেই স্ট্র্যাগল করছিলেন। অভিনেতা এভাবে নিজের জীবন শেষ করে দেয়ায় গোটা পরিবার শোকাহত।’

সুধীরের মারা যাওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাকে স্মরণ করেছেন ইন্ডাস্ট্রির সহ-অভিনেতা ও বন্ধুরা। সহ-অভিনেতা সুধাকর কোমাকুলা ‘কুন্দনাপু বোম্মার’ সিনেমার প্রি-রিলিজ অনুষ্ঠানে চাঁদনী চৌধুরীর সঙ্গে তাদের তোলা ছবি শেয়ার করে লিখেছেন, ‘সুধীর খুব ভালো ও উষ্ণ ব্যক্তিত্ব। ভাই আপনাকে জেনে আপনার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। আপনি আর নেই একথা বিশ্বাসই করতে পারছি না। ওম শান্তি।’

পরিচালক ভেঙ্কি কুডুমুলাও সুধীরের দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেন। অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কখনও কখনও সবচেয়ে মিষ্টি হাসি গভীরতম ব্যথা লুকিয়ে রাখে… আমরা কখনই জানি না অন্যরা কী অনুভব করছে… দয়া করে সহানুভূতিশীল হন এবং শুধু ভালোবাসা ছড়িয়ে দিন!! মিস ইউ সুধীর! তোমার এটা করা উচিত হয়নি.. তোমার আত্মা শান্তিতে থাকুক।’

উল্লেখ্য, সুধীর ভার্মাকে হায়দরাবাদে তার বাড়িতে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো হয় এবং শুক্রবার তাকে একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। থিয়াটারে দীর্ঘ্য বছর কাজ করার পর সুধীর ২০১৬ সালে কুন্দনাপু বোম্মা ছবির হাত ধরে তেলেগু সিনেমার জগতে পা রাখেন।

এ সম্পর্কিত আরও পড়ুন