আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টাইন তরুণকে ৪০০ মিলিয়নে দলে ভেড়ালো বার্সেলোনা

সম্প্রতি রিলিজ ক্লজ বাবদ ৪০০ মিলিয়ন ইউরো খরচ করে ১৮ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ লুকাস রোমানকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর্জেন্টাইন দ্বিতীয় বিভাগের ফেরো ক্যারিল ওয়াস্তে ক্লাব থেকে ২০২৬ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি হয়েছে তার।

লুকাস রোমান আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের ফুটবলার। এছাড়া খেলেছেন আর্জেন্টাইন অনুর্ধ্ব-১৬ ও অনুর্ধ্ব-১৮ দলে। বাঁ পায়ে খেলতে বেশি পারদর্শী রোমান মাঝমাঠ ও উইং উভয় পজিশনেই খেলতে পারেন।

বার্সেলোনার অফিসিয়াল মিডিয়ার এক বিবৃতিতে রোমান জানিয়েছেন, বার্সার হয়ে মাঠে নামার জন্য সে মুখিয়ে আছেন।

তবে, বার্সেলোনার যুব দল বার্সা অ্যাথলেটিকের হয়েই আপাতত খেলতে হবে তাকে। মূল দলে জায়গা পেতে তাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। মেক্সিকান কোচ রাফায়েল মার্কেজের অধীনে অনুশীলন করবেন তিনি।

ক্লাব ইতিহাসে অন্যতম সফল বিক্রির পর ফেরো সভাপতি ড্যানিয়েল প্যানডোলফি জানান, রোমানের মধ্যে লিওনেল মেসির ছায়া দেখেছে বার্সেলোনা। মেসির সাথে কোন আর্জেন্টাইনের তুলনা হিসেবে রোমান নতুন নয়। ভবিষ্যতেও হয়তো আরো অনেকের সঙ্গে মেসির তুলনায় হবে। কিন্তু বাম পায়ের রাইট উইঙ্গার হিসেবে কিছুটা হলেও রোমানকে অন্যদের থেকে ভিন্ন করে তুলেছে। মেসির মত অনেক কিছুই তার মধ্যে দেখা যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন