রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও তার যুগপৎ আন্দোলনের সঙ্গী সমমনা দল ও সংগঠনগুলো। দশ দফা দাবি ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে বিএনপি।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা। দুপুর দুইটার দিকে সমাবেশ শুরু হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের ওপর সমাবেশের অস্থায়ী মঞ্চ বানানো হয়। এ সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসেন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলাদা ব্যানার নিয়ে নয়াপল্টনের সামনের সড়কে মিছিল করেন। ওই সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ সিনিয়র নেতারা এতে বক্তব্য দেবেন।