আর্কাইভ থেকে বলিউড

শাহরুখের ‘পাঠান’ নিয়ে হুলুস্থুল কাণ্ড, গোসল করানো হলো দুধ দিয়ে

পাঠন ছবি মুক্তির আগে বিতর্ক তো ছিলই। বুধবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে ভারতের বিভিন্ন প্রান্তে ‘পাঠান’ বয়কটের ছবিও চোখে পড়ে। তবে সিনেমা হলগুলোতে ছিলো দর্শনার্থীদের ভিড়। ব্যাপক সাড়া জাগিয়েছে দেশজুড়ে। কলকাতা জুড়ে শাহরুখ-উদ্যাপনের যে চিত্র চোখে পড়ল, সেখানে বিতর্ক ছিলো শহরের এক শাহরুখ খান ফ্যান ক্লাবের তরফে উত্তর এল, ‘শাহরুখ খান আমাদের কাছে ঈশ্বরের সমান। আর আমরা ঈশ্বরকে নিয়ে কোনও রাজনীতির অংশ হতে চাই না!’ বুধবার ভোর থেকেই মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন— ‘পাঠান’ দেখতে ভিড় করেছিলেন অনুরাগীরা। জায়গায় জায়গায় মিছিল করে তারা সিনেমা হলে পৌঁছলেন। স্পিকারে বাজল ‘পাঠান’-এর গান। স্লোগান উঠল, ‘উই লাভ ইউ শাহরুখ।’বেহালার অজন্তা থেকে শুরু করে ভবানীপুরের বসুশ্রী, মেনকা থেকে শুরু করে প্রিয়া— বুধবারের শহরের প্রেক্ষাগৃহে যেন শাহরুখ-জ্বরের উত্তাপ। দক্ষিণ কলকাতার একাধিক প্রেক্ষাগৃহের সামনে দিনের দ্বিতীয় শো পর্যন্ত অনুরাগীদের ভিড় ছিল লক্ষণীয়। ‘পাঠান’-এর পোস্টারের সঙ্গে দেদার উঠল সেলফি। কোনও প্রেক্ষাগৃহের সামনে কাঁসা নিয়ে হাজির হলেন শাহরুখ ভক্তরা, কোথাও আবার পুরোদস্তুর ব্যান্ড পার্টির আয়োজন। আবার কারও সঙ্গে ছিল ঘোড়ায় টানা গাড়ি। হুডখোলা সিটে রাখা শাহরুখের বড় কাটআউট। গাড়ি নিয়ে ‘পাঠান’ দেখতে হাজির অনেকেই। কিন্তু তার মধ্যে একটি গাড়ি আলাদা করে নজর কাড়ল। সেটিকে সাজিয়ে ফেলা হয়েছে প্রিয় তারকার বিভিন্ন ছবিতে। সামনে লেখা ‘এসআরকে’।

এ দিকে সকালের শো শেষ হওয়ার মুখে। প্রেক্ষাগৃহ থেকে দর্শক বেরিয়ে এলেই তাদের সামনে বিভিন্ন ফ্যান ক্লাবের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কোথাও শাহরুখের ছবিতে অনুরাগীদের আরতি করতে দেখা গেল। ছবিতে পরানো হল মালা। কেউ কেউ আবার বিজয়া দশমীর রীতি মেনে তারকার মুখে গুঁজে দিলেন মিষ্টি। জোর গলায় প্রার্থনা, শাহরুখের আগামী ছবি ‘জওয়ান’ যেনো আরও ভালো হয়। ছবির সামনে নারকেল ফাটানো থেকে শুরু করে ছবিতে ঢালা হল দুধ। প্রেক্ষাগৃহের বাইরের বিক্রেতাদের কণ্ঠেও ধরা পড়ল আশার সুর। কারণ হিন্দি ছবি ঘিরে এ রকম উন্মাদনা তারা দেখলেন বেশ কয়েক বছর পর।

এ সম্পর্কিত আরও পড়ুন