আর্কাইভ থেকে দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই গৃহবধূর নাম- মোছা. সাদিয়া আক্তার (২৫)।

আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার বেড়িবাঁধ এলাকার একটি পাঁচতলা ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

সাদিয়া আক্তারের স্বামী নুর আলম বলেন, আমি একটি রেস্তোরাঁয় চাকরি করি। বাসায় এসে জানতে পারি আমার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমার এক বছরের ছেলে সন্তান রয়েছে। জানালা দিয়ে ছেলে একটি কাপড় বাইরে ফেলে দেয়। আমার বাসার সামনে দিয়েই একটি বিদ্যুতের তার গেছে। ওই তার থেকে আমার স্ত্রী সাদিয়া একটি লোহা দিয়ে ওই কাপড় আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন