আর্কাইভ থেকে ক্রিকেট

ম্যাচ জয়ের পরেও বিশ্বকাপ থেকে বিদায় টাইগ্রেসদের

অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকার সাথে হারের পর সেমিফাইনালে উঠার কঠিন সমীকরণে পড়েছিল বাংলাদেশে নারীদল। সবশেষ আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেটে জয় পেলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো টাইগ্রেসদের।

নেট রান রেটের কঠিন চ্যালেঞ্জ আজ আরব আমিরাতের বিপক্ষে নামেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করলে জিততে হবে দেড়শর বেশি রানে। আর ফিল্ডিং করলেও আমিরাতকে অল্প রানে আটকিয়ে জিততে হবে কয়েক ওভারের মধ্যে।

 

চেষ্টায় অবশ্য কমতি রাখেনি প্রমীলারা। বুধবার (২৫ জানুয়ারি) টচ জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। প্রথমে ব্যাট করতে নেমে রাবেয়া খান, মারুফা আক্তারদের বোলিং তোপে ব্যাট হাতে বেশি দূরে যেতে পারেনি আরব আমিরাত। লাবণ্য কেনি ও মাহিকা গাউর ছাড়া ব্যর্থ ছিলেন অন্য সব খেলোয়াড়। ৪৬ বলে  ২৯ রান করেন লাবণ্য। আর ২৭ বলে ১৭ রান করেন মাহিকা। নির্ধারিত ২০ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৬৯।

বাংলাদেশের পক্ষে ১৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রাবেয়া ও ১৬ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন মারুফা। এছাড়াও একটি করে উইকেট তুলে নেন দিপা খাতুন, রিয়া আক্তার শিখা ও স্বর্ণা আক্তার।

৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে জয় তুলতে অবশ্য খুব বেশি সময় লাগেনি বাংলাদেশের।  তবে দলীয় ২৩ রানে মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর স্বর্ণার ব্যাটে সেই চাপ সামলে ম্যাচে ফেরে টাইগ্রেসরা। ৯.১ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ নতুন আইপিএলে নেই কলকাতা

ব্যাট হাতে ১৯ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্বর্ণা, এছাড়া আফিফা ১৫ বলে ১৫ ও রাবেয়া খান ১৩ বলে করেন ১৪ রান।

আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির

এ সম্পর্কিত আরও পড়ুন