আর্জেন্টাইনদের খারাপ আচরণের কারণে আর কোন দিন সাফল্য পাবে না!
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইনদের সেলিব্রশন একদম পছন্দ হয়নি জালাটন ইব্রাহিমোভিচের। তিনি মনে করেন তাদের এমন বাজে আচরণের কারণে আর কোন দিন সাফল্যের মুখ দেখবে না।
বিশ্বকাপ চলাকালীন তিনি মেসির এবার চ্যাম্পিয়ন হবার বিষয়টি ভবিষ্যৎ বাণী করেছিলেন। তার ভবিষ্যৎ বাণী সত্যিও হয়েছে। কিন্তু বিশ্বকাপ জয়ের পর মেসির সতীর্থরা যে বাজে আচরণ করছে তা একদমি আনন্দ দেয়নি এই সুইডিশ তারকাকে।
ইব্রাহিমোবিচ বলেন, "মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়, আমি নিশ্চিত ছিলাম যে সে জিততে চলেছে। আমি আর্জেন্টিনার অন্যদের নিয়ে চিন্তিত, কারণ তারা আর কিছু জিতবে না।"
তিনি আরও বলেন, “মেসি সব জিতেছে এবং তাকে মনে রাখা হবে, কিন্তু বাকিরা যারা খারাপ আচরণ করেছে, আমরা তাদের সম্মান করতে পারি না। একজন শীর্ষ পেশাদার খেলোয়াড় হিসেবে বলছি এটা একটা লক্ষণ যে আপনি একবার জিতবেন, কিন্তু আপনি আর জিতবেন না। আপনি এভাবে জিতবেন না।"