নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু
রাজধানী ঢাকার হাতিরঝিল মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন মো. ইসহাক (৩৫) নামে এক যুবক।
বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
নিহতকে নিয়ে আসা পথচারী আব্দুল জব্বার জানান, হাতিরঝিল মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।