আর্কাইভ থেকে দেশজুড়ে

রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ

চট্টগ্রাম নগরে আকবরশাহ এলাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের অনুসারীদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। তবে এতে গাড়ির ক্ষতি হয়নি।

রিজওয়ানা হাসান বলেন, ‘তাদের মারমুখী আচরণের কারণে আমরা পরিদর্শন কাজ অসমাপ্ত রেখে বায়েজিদ সংযোগ সড়কে একটি চায়ের দোকানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এসময় কিছু তরুণ আশপাশে ঘোরাফেরা করছিলেন। তাদের হাতে অস্ত্র ছিল। লেকসিটি গেটে আমার গাড়িটি আটকে রাখা হয়েছিল। পরে পুলিশকে জানাই। আমি গাড়িতে ওঠার একপর্যায়ে গাড়ি লক্ষ্য করে তারা ঢিল ছোড়েন।’

কাউন্সিলর জহুরুল দাবি করেন, ‘আমাদের লোকজন সেখানে ছিলেন। কিন্তু কাউকে ঢিল ছোড়ার বিষয়টি আমার জানা নেই। পরিদর্শনে আসা বেলার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে কথা বলতে আমি গিয়েছিলাম।’

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, ‘ওখানে বেলার গাড়ি আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি দল যায়। পুলিশ সেখানে গাড়িটি ছাড়িয়ে নেয়।’

এ সম্পর্কিত আরও পড়ুন