চরম বিপর্যয়ের মুখে ব্যাট হাতে মাশরাফির সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্ব চলছে এখন চায়ের দেশ সিলেটে। আজ শুক্রবার থেকেই সিলেট পর্ব শুরু হয়েছে। নিজেদের মাটিতে প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে মাশরাফি বিন মর্তুজার দল।
পাওয়ারপ্লেতেই ৫ উইকেট হারিয়েছে সিলেট। প্রতিবেন লেখা পর্যন্ত ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ১৮ রান।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হ্রদয়, মুশফিকুর রহিম, টম মোরেস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজীম হাসান সাকিব, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রেজাউর রহমান রাজা, মোহাম্মদ আমির।
রংপুরর রাইডার্স: শেখ মেহেদী হাসান, নাইম শেখ, রনি তালুকদার, শোয়েব মালিক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নাওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রবিউল ইসলাম, হারিস রউফ, হাসান মাহমুদ।