আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবদের বিপক্ষে চট্টগ্রামের চ্যালেঞ্জিং সংগ্রহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সিলেট পর্বের খেলা শুরু হয়েছে আজ। দিনের দ্বিতীয় খেলায় সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টচে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

 

আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানের মাথায় ওপেনার মেহেদী মারুফকে হারায় চট্টগ্রাম। দলের আরেক ওপেনার ম্যাক্স ও'ডাউডের ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল চট্টগ্রাম, ঠিক তখনই  উন্মুক্ত চাঁদকে (১৬) ফিরিয়ে দেন খালেদ আহমেদ।

এরপর আফিফ হোসেনকে নিয়ে এগোতে থাকেন ও'ডাউড। কিন্তু দলীয় ৭৮ রানের মাথায় ৩৪ বলে ৩৩ রান করে বিদায় নেন তিনি।

৩৭ রানে আফিফ ফিরে গেলে দলের হাল ধরেন ক্যাম্ফার। ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে ২৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি। ১৯ বলে ২০ রান করেন ইরফান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করে ১৬৮ রান।

আরও পড়ুনঃ ম্যাচ হারের জন্য রোনালদোরকে দুষলেন আল নাসর কোচ

এ সম্পর্কিত আরও পড়ুন