আর্কাইভ থেকে ইউরোপ

এবার ডেনমার্কেও পুড়লো পবিত্র কোরআন

সুইডেনের পর এবার ডেনমার্কে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন মসজিদের কাছে এবং দেশটিতে তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

শনিবার (২৮ জানুয়ারি) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন বলছে, কোরআন পোড়ানোর ঘটনায় যুক্ত ‌রাসমুস পালুদান নামে ওই ব্যক্তি সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক। গত ২১ জানুয়ারি সুইডেনেও কোরআন পোড়ান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, রমজান মাসে বিভিন্নস্থানে কোরআন পোড়ানোর ঘোষণা দিয়েছিলেন পালুদান। গত বছর তার এমন ঘোষণার পর সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। এবার সেই ঘোষণা মোতাবেক সুইডেনে ও ডেনমার্কে এ কাণ্ড ঘটালেন তিনি।

এছাড়া পালুদান নামে ওই ব্যক্তি অঙ্গীকার করেছেন সুইডেন যতদিন ন্যাটোতে যোগ দেয়ার অনুমতি না পাবে ততদিন প্রতি শুক্রবার কোরআন পুড়িয়ে বিক্ষোভ করা হবে।

উল্লেখ্য, সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু ন্যাটোতে যোগ দিতে হলে জোটের সবার অনুমোদন প্রয়োজন। তুরস্ক সেই অনুমোদন দিচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন