আর্কাইভ থেকে আওয়ামী লীগ

রাজধানীতে সকালে আ. লীগের সমাবেশ

বিএনপির ৪ দিনের পদযাত্রা কর্মসূচির মধ্যেই আজ শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সকাল সাড়ে ১০টায় উত্তরার আজমপুর এলাকার আমিন মার্কেটের সামনে 'বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের' প্রতিবাদে সমাবেশ করছে এবং পরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।

দলের উচ্চ পর্যায়ের নেতারা দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বলেছেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গনমাধ্যমকে বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সমাবেশ করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি তাদের সতর্ক ও শান্তিপূর্ণ থাকার নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতেই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন