পাঠ্যবইয়ের অধিকাংশ ভুলই ১০ বছর আগের: শিক্ষামন্ত্রী
‘পাঠ্যবইয়ের কোথাও বানর থেকে মানুষ হয়েছে; এমন তথ্য নেই। অথচ একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। অনেকেই আবার না দেখে মন্তব্য করছেন। আপনারা বই খুলে দেখুন, কোথাও এ কথা নেই। কেউ গুজবে কান দেবেন না।’ বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার (২৭ জানুয়ারি) চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
দীপু মনি বলেন, ‘পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশই ১০ বছর আগের। সেখানে কোনো ভুল যদি থাকে, সেটা অনিচ্ছাকৃত। আর যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে, তার জন্য আমরা তদন্ত কমিটি করেছি।’
২০২৩ সালের ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী বইয়ে মানুষের বিবর্তনের ইতিহাস ব্যাখা করতে গিয়ে ডারউইনের বিবর্তনবাদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। ওই প্রসঙ্গ তুলে একজন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সমালোচনা করেন। এসব নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমেও।