এক মিনিট আগেও সরকার পদত্যাগ করবে না: কামরুল ইসলাম
যতোই আন্দোলন হোক, এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। নির্ধারিত সময়ের এক মিনিট আগেও শেখ হাসিনার সরকার পদত্যাগ করবে না। বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার (২৮ জানুয়ারি) হেমায়েতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক সুধি সমাবেশে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, সংবিধান মেনেই আগামীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন সম্ভব। জনগণ ছাড়া ক্ষমতার পরিবর্তন আসবে না।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিদেশিদের কাছে ধরনা দিলেও তারা আপনাদের ক্ষমতায় বসাবে না। শেখ হাসিনার সরকার এসব অযৌক্তিক তদবির শোনে না।
কামরুল ইসলাম আরও বলেন, জনগণের কাছে আসেন। জনগণ আপনাদের (বিএনপি) আসল বন্ধু হতে পারে, যদি তারা আপনাদের ভোট দেয়। কিন্তু সেই সম্ভাবনা নেই।
বিএনপিকে বিভিন্ন নামে একই ধরনের কর্মসূচি না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতেও আহ্বান জানান কামরুল ইসলাম।