আর্কাইভ থেকে ফুটবল

'আকে'র জন্য ম্যানেচস্টার সিটি ছিল 'ওকে'

এফ এ কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই জায়ান্ট ম্যানেচস্টার সিটি ও আর্সেনাল। চতুর্থ রাউন্ডে ম্যাচটিতে সিটির হয়ে জয়সূচক গোলটি করেন ডাচ ডিফেন্ডার নাথান আকে।

 

গতকাল বাংলাদেশ সময় রাত ২ টায় ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মূল একাদশের বেশ কিছু ফুটবলারকে বিশ্রাম দিয়ে মাঠে নামে আর্সেনাল কোচ আর্তেতা। তারপরও শুরু থেকেই আক্রমনাত্বক ছিল গানাররা। বিশেষ করে বাম পাশে খেলা নতুন ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড বেশ চাপ তৈরি করেছিল সিটির রক্ষণে। তবে সিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগা বাধার দেয়াল হয়ে দাড়ান। ম্যাচের সময় বাড়ার সাথে সাথে আক্রমনের গতি বাড়তে থাকে সিটির। প্রথমার্ধে দুইবার গোলের সুযোগ পেয়েছিলেন হল্যান্ড। কিন্তু তা কাজে লাগাতে পারেননি।

Erling Haaland Manchester City 2022-23

ডি ব্রুইনা, হ্যালান্ডরা ব্যর্থ হলেও গার্দিওলাী দলকে এগিয়ে দেন ডিফেন্ডার আকে। ৬৪ মিনিটে গ্রীলিশের অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন এই ডাচ ডিফেন্ডার। আর্সেনালের বক্সের মধ্যে বেশ কিছুক্ষণ বল নিয়ে ড্রিবল করে গ্রিলিশ ফাঁকায় পেয়ে যান আকেকে। ছোট করে পাস দেন তাঁকে। পাসটি পেয়ে বিন্দু মাত্র দেরি না করে দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে বাঁকানো শটে বল জালে পাঠান আকে।

ম্যাচ শেষে আকের প্রশংসায় ব্যাস্ত কোচ পেপ গার্দিওয়ালা। তিনি বলেন, “ কোচ হিসেবে নাথানের (আকে) মতো ফুটবলারকেই সবাই দলে চায়। আমরা তার গোল নিয়ে যেমন খুশি, তেমনি এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সবচেয়ে ভালো ফর্মে থাকা সাকাকে যেভাবে আটকে রাখতে পেরেছে, এতেও আমরা খুবই খুশি।'

 

এ সম্পর্কিত আরও পড়ুন