আর্কাইভ থেকে বাংলাদেশ

আমার স্ত্রী ফোন করে অ্যাবরশন করার হুমকি দেয়: নোবেল

বিতর্কিত সব কর্মকাণ্ডের কারণে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকে মাইনুল আহসান নোবেলের নামটি।

গত ২৮ জুন ফেসবুকে এক স্ট্যাটাসে বাবা হচ্ছেন বলে জানিয়েছিলেন ভারতের ‘সা রে গা মা পা’খ্যাত বাংলাদেশি এই কণ্ঠশিল্পী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লিখেন, আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি।

তবে নোবেলের এই দাবিকে নাকচ করে দেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। তিনি বলেন, আমি প্রেগন্যান্ট নই। তারই প্রতিবাদ করে নোবেল আজ শুক্রবার ফের নিজের বক্তব্য ফেসবুকে প্রকাশ করেছেন।

নোবেল বলেন, আমার স্ত্রী, সালসাবিল তার অন্তঃসত্ত্বা হবার লক্ষণগুলো আমার সাথে শেয়ার করেন। আমি মাত্র ২৩ বছর বয়সে বাবা হবার খুশি ধরে রাখতে পারিনি। আমি এক্সাইটেড হয়ে স্ট্যাটাসটি গণমাধ্যমে প্রকাশ করি। সম্ভাব্য বাবা হিসেবে বিষয়টা কি স্বাভাবিক নয়? 

নোবেল বলেন, স্ট্যাটাসটি দেয়ার কিছুক্ষণের মধ্যে আমার স্ত্রী আমাকে ফোন করে বাচ্চা “অ্যাবরশন, করে ফেলবে, এই হুমকি দেয়। কারণ আমি নাকি তার বাচ্চার বাবা হবার যোগ্য না। আমার ব্যাংক ব্যালেন্স নাই। আমার অনেক হেটার্স।

নোবেল বলেন, যদিও আমি আমার স্ত্রীকে মেডিকেল টেস্ট করবার আগেই স্ট্যাটাসটি দেই। মেডিকেল করলে হয়তো পজেটিভই আসতো। তবে এতক্ষণে আমার সম্ভব্য বাচ্চাটি জীবিত আছে কিনা জানিনা, ‘পিলস’ খেয়ে হয়তো শিশুটির মা তাকে হত্যা করেছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন