আর্কাইভ থেকে ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

প্রথমবারের মতো অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নিল ভারতের মেয়েরা। ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

 

রোববার ( ২৯ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টচ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে কেউ ভালো করতে পারেনি। ভারতের বোলিং তোপে অল্প রানে গুটিয়ে যায় ইংলিশ মেয়েদের ইনিংস।

 

সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড। সমান ১১ রান করেন সোফিয়া ও অ্যালেক্সা। আর নিয়াম হলান্ড করেন ১০ রান। এছাড়া বাকি কোন ব্যাটার পৌঁছাতে পারেনি ১০ এর কোঁটায়। ১৭.১ ওভারে খেলে মাত্র ৬৮ রানে সব উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।

ভারতের হয়ে তিতাস সাধু, অর্চনা দেবী, পারশাভি চোপরা সংগ্রহ করেন দুটি করে এবং মান্নাত, শেফালি ও সোনাম সংগ্রহ করেন একটি করে উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে ভারতের মেয়েরা ৬ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের হয়ে তিওয়ারি ও গঙ্গাদি তৃষা সুমাইয়া সর্বোচ্চ ২৪ রান করেন। ওপেনিং করা অধিনায়ক শেফালি ভার্মা করেন ১১ বলে ১৫ রান।

এ সম্পর্কিত আরও পড়ুন