৩৪২ রান করেও হারলো ইংল্যান্ড
৩৪২ রানের বড় সংগ্রহ নিয়েও ম্যাচ জিতলে পারলো না ইংল্যান্ড। অধিনায়ক তেম্বা বাভুমার সেঞ্চুরিতে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এর আগে প্রথম ওয়ানডেতে ২৭ রানে জয় পেয়েছিল প্রোটিয়ারা।
দলীয় ৩৩ রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন ইংল্যান্ডের দুই ওপেনার। ধাক্কা কাটিয়ে পঞ্চম উইকেটে শতরানের জুটি গড়ে ইংল্যান্ডের বড় সংগ্রহের পথ তৈরি করেন বাটলার ও মঈন আলি। ৮৫ বলে ১০১ রান যোগ করেন তারা।
ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে ইংল্যান্ডকে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪২ রানের বড় সংগ্রহ এনে দেন বাটলার।
দক্ষিণ আফ্রিকার নর্টি ৬৪ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ৩৪৩ রানের বড় টার্গেটে নেমে প্রথম ১২ ওভারে ৭৭ রান তুলে নেন কুইন্টন ডি কক ও অধিনায়ক তেম্বা বাভুমা।