তীরে এসে তরী ডুবালো মেসি-নেইমাররা
লিগ ওয়ানে নিজেদের সবশেষ ম্যাচে জয়ের খুব কাছেই ছিল পিএসজি। ম্যাচের শেষ ৩১ মিনিট ১০ জনের দলে পরিণত হলেও জয়ের দ্বারপ্রান্তে ছিল মেসি-নেইমাররা। তবে শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবলো ক্রিস্তফ গালতিয়ের দলের। রাঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারালো ফরাসি চ্যাম্পিয়নরা।
গেলো রোববার (২৯ জানুয়ারি) রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেস মুখোমুখি হয় দুই দল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেন নেইমার। ৫১তম মিনিটে বল পেয়ে, ডিফেন্ডারদের এড়িয়ে এগিয়ে যান মেসি। তার শট সতীর্থ হুয়ান বেরনাতের পায়ে লেগে একটু দিক পাল্টালে বল পেয়ে যান নেইমার। দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে সরাসরি জালে পাঠান তিনি।
নেইমারের গোলের আট মিনিট পরই ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ৫৯তম মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখায় রেফারি। এরপর যোগ করা সময়ের চমৎকার ফিনিশিংয়ে সমতা ফেরান ফ্লোরিয়ান ব্যালোগান। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
চলতি মৌসুমে পিএসজি ২০ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষেই। ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লঁস।