আর্কাইভ থেকে আইন-বিচার

কাতার বিশ্বকাপে স্টেডিয়াম নির্মাণে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ চেয়ে রুল

কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মানববেতর পরিস্থিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি শ্রমিক মৃত্যুর ঘটনায় কেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ফিফাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

একই সঙ্গে কাতার বিশ্বকাপ স্টেডিয়াম তৈরিতে কর্মরত নিহত ও আহত বাংলাদেশি এসব শ্রমিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (৩০ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে পররাষ্ট্র সচিব, বৈদেশিক কর্মসংস্থান সচিব, কাতার দূতাবাস, আইএলও, ফিফাসহ ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন