টচ হেরে ব্যাটিং ম্যাশের সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। তাই মাশরাফি বিন মর্তুজার সিলেট প্রথমে ব্যাটিং করবে।
৯ ম্যাচের ৭ জয় নিয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স। অপরদিকেদিকে ৭ ম্যাচে মাত্র ২ জয়ে নিয়ে পাঁচ নম্বরে খুলনা টাইগার্স।
সিলেট প্লেয়িং একাদশ নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।
খুলনা প্লেয়িং একাদশ তামিম ইকবাল, শাই হোপ, অ্যান্ডি বালবির্নি, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), মার্ক দয়াল, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাহিদ রানা।