আর্কাইভ থেকে ক্রিকেট

সৌম্য-শান্তকে হারিয়ে বিপদে বাংলাদেশ

তিন হাফ সেঞ্চুরিতে সফররত ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের বড় সংগ্রহের পর ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছে বাংলাদেশ। সৌম্য সরকারকে দলীয় এক রানে কাইল মায়ার্সের ক্যাচ বানিয়ে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। এরপর দলীয় ১১ রানে টাইগার শিবিরে দ্বিতীয় আঘাত করেন গ্যাব্রিয়েল। এবার এনক্রুমান বোনারের ক্যাচ বানিয়ে নাজমুল হোসাইন শান্তকে ফেরান গ্যাব্রিয়েল। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২ রান। তামিম ইকবাল ৮ ও অধিনায়ক মুমিনুল হক ০ রানে ক্রিজে রয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট। 

উদ্বোধনী জুটিতে প্রথম সেশন নিজেদের করে নেন ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেলের ৬৬ রান। পরে তাইজুলের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেয়ার আগে ৬৬ রানের জুটি গড়েন দুজনে। ক্যাম্পবেলের ব্যাট থেকে আসে ৩৮ রান, আর কোন উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ দল।

লাঞ্চ থেকে ফিরেই ৫০ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কক্ষপথে আনেন রাহি ও সৌম্য সরকার। ৭ রান করা শেন মোসল। রাহিকে ড্রাইভ করতে গিয়ে বল স্ট্যাম্পে টেনে বোল্ড হয়ে যান ৩৮ বলে ৭ রান করা শেন মোসল। এরপর অধিনায়ক মুমিনুল সৌম্য সরকারের হাতে বল তুলে দেন ব্রেক থ্রুর আশায়। প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন সৌম্য। প্রথম স্লিপে শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন ১২২ বলে ৪ বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করা অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

আগের ম্যাচের রেকর্ডবয় কাইল মায়ার্সকে ৫ রানে আউট করেন রাহি। স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১১৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের হাল ধরেন এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড, গড়ে তোলেন প্রতিরোধ। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ৬২ রান। অনেক চেষ্টা করেও যখন জুটি ভাঙতে পারছিলো না তখন দায়িত্ব তুলে নেন তাইজুল ইসলাম। ২৮ রান করা ব্ল্যাকউডকে কট অ্যান্ড বোল্ডের মাধ্যমে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল। এর আগে ৭৭ বলে ৫ চারে ২৮ রান করেন তিনি। 

দ্বিতীয় দিনে সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে এনক্রুমাহ বোনারকে মিথুনের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান মিরাজ। তার আগে অবশ্য ২০৯ বলে ৭ চারের সাহায্যে ৯০ রানের ইনিংস খেলেন। এরপর জসুয়া ডি সিলভা ১৮৭ বলে ১০ বাউন্ডারির সাহায্যে ৯২ রান করে তাইজুলের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন। সিলভার বিদায়ের ১২ রান পর আলজারি জোসেফ ১০৮ বলে ৮ চার ও ৫ ছয়ে ৮২ রান করে রাহির বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ২ রান পর দলীয় ৩৯৮ রানে রাহি ওয়ারিক্যানকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান। এরপর শ্যানন গ্যাব্রিয়েলকে মুশফিকের ক্যাচ বানিয়ে ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। 

বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম ৪টি করে এবং মেহেদি হাসান মিরাজ ও সৌম্য সরকার ১টি করে উইকেট লাভ করেন। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন