সিলেটে এসে হোঁচট খেয়ে পড়ে গেলেন পাপন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এখন চলছে সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এসেছেন সিলেটে। এমন সময় ছোটখাটো একটি দুর্ঘটনার শিকার হন বিসিবি সভাপতি।
সোমবার (৩০ জানুয়ারি) স্টেডিয়ামের ভিআইপি বক্সে প্রবেশের সময় আচমক হোঁচট খেয়ে পড়ে যান তিনি। যদিও এতে মারাত্মক ধরনের কোনো সমস্যা হয়নি তার।
নাজমুল হাসান পাপনের সিলেট আসা উপলক্ষ্যে স্টেডিয়ামের আশেপাশে দারুণভাবে সেজেছিল। নানা প্ল্যাকার্ড এবং বর্ণিল সাজে সেজেছিল সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
আরও পড়ুনঃ বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের স্বর্ণা
হোচট খেয়ে পড়ে গিয়ে অবশ্য কোনো বড় কোন সমস্যা হয়নি বিসিবি সভাপতির। সঙ্গে সঙ্গে উঠে হেঁটে ভিআইপি বক্সে চলে যান তিনি।