আর্কাইভ থেকে ফুটবল

'ভিনগ্রহ থেকে আমাদের প্রতিবেশি'

লিওনেল মেসিকে রেখে দিতে বার্সেলোনার আয়োজন ঝুলে থাকলেও আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পিএসজি। একঝাঁক আর্জেন্টাইন সতীর্থ আর নেইমারের কারণে আশাবাদীও ফরাসী ক্লাবটি। এদিকে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টিনার রোসারিওতে বিশালাকৃতির ম্যুরাল তৈরি করেছেন চার শিল্পী।
 
রোসারিওর লা বাজাদা। এখানেই জন্ম আর বেড়ে ওঠা লিওনেল মেসির। পড়েছেন জেনারেল লাস হেরাস প্রাইমারি স্কুলে। সেই স্কুলের সামনের চারতলা ভবন এখন সেজেছে তারই বিশালাকৃতির ছবিতে। 

'ভিনগ্রহ থেকে আমাদের প্রতিবেশি' শিরোনামের চিত্রকর্মের মাধ্যমে মেসির প্রতি স্থানীয়দের শ্রদ্ধা জানানোর চেষ্টা। চার শিল্পীর তুলির ছোঁয়ায় পূর্ণতা পেয়েছে ১৪ মিটার লম্বা আর ৮ মিটার চওড়া মুর‍্যালটি।

এমন সময় মুর‍্যালটি খুলে দেয়া হলো যখন কোপা আমেরিকা খেলতে আর্জেন্টিনা থেকেই ব্রাজিল যাতায়াত করছেন তিনি। যখন ক্লাবশূণ্য এল এম টেন। রোসারিওরই ক্লাব, মেসির প্রথম দল নিওয়েলস ওল্ড বয়েস প্রস্তাব দিয়েছে তাকে ফিরে আসতে।

এটা অসম্ভবই বলতে হবে। কেননা বার্সেলোনায় যে বেতন পেতেন মেসি, সেটা দেয়ার সাধ্য নেই তাদের। যদিও বার্সেলোনারও নেই পুরনো ৬৭১ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন দেবার ক্ষমতা। গত মৌসুম থেকেই করোনার কারণে যা নেমেছে ৩৪৮ মিলিয়ন ইউরোয়।

নতুন চুক্তি আটকে আছে এই বেতন ইস্যুতে। স্পেনের ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইনের কারণে। করোনায় বাড়ছে বার্সার ঋণের বোঝা। বাৎসরিক হিসাবে ক্ষতির পরিমানটাও ৩৬০ মিলিয়ন ইউরো। এমন অবস্থায় মেসির বেতন দিতে গেলে কমাতে হবে অন্যদের বেতন অথবা আয় বাড়াতে বিক্রি করতে হবে ফুটবলারদের।

উপায় খুঁজতে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা মাদ্রিদ গিয়ে দেখা করেছেন লা লিগা চেয়ারম্যান হাভিয়ার তেভেজের সঙ্গে। তবে সেখানে মেলেনি কোনো সমাধান।

এমন পরিস্থিতিতে সত্যিকারের বিকল্প হিসেবে আবারও সামনে এসেছে পিএসজি। স্প্যানিশ পত্রিকা এ এস বলছে, মেসিকে কিনতে তার বাবার কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ফরাসী ক্লাবটি। তাদের সাহস দিচ্ছে মেসির পুরনো সতীর্থ নেইমার। আর্জেন্টাইন সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনার্দো পারাদেস, মাউরো ইকার্দির একই দলে থাকা। কোচ হিসেবে আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনো।

এবছরই পিএসজি দলে ভিড়িয়েছে গিনি ভাইনালদাম, আশরাফ হাকিমি, জিয়ানলুইজি ডোনারোমাকে। কথা চলছে সার্জিও রামোসকে ঘিরেও। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিলিয়ান এমবাপ্পেতো আগে থেকেই আছেন।

পিএসজির আর্থিক প্রস্তাব যে বার্সেলোনার চেয়ে বেশি হবে তা বলে দিতে হবে না।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন