আর্কাইভ থেকে আফ্রিকা

হাইতিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত, নিহত ৬

হাইতিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু'জন একটি মার্কিন মিশনারির সদস্য ছিলেন।
 
রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেইলে যাওয়ার সময় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বিমানটি ভূপাতিত হয়। তবে বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইতির যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা 'গোসপেল টু হাইতি' জানিয়েছে, দুর্ঘটনায় ওই সংস্থার দু'জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রেন্ট হোসটেল্টার  এবং অন্যজন জন মিলার।
 
দুই বিমানে করে বড় একটি গ্রুপ বের হয়েছিল। প্রথম বিমানে হোসটেল্টারের স্ত্রী এবং সন্তানরা ছিল। সৌভাগ্যক্রমে ওই বিমানটি ভালোভাবেই গন্তব্যে পৌঁছেছে। দ্বিতীয় বিমানটি পৌঁছাতে দেরি করায় হোসটেল্টারের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে তারা দুর্ঘটনার খবর পায়।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন