আর্কাইভ থেকে ক্রিকেট

নিষেধাজ্ঞা মাথায় নিয়েও মাঠে ফিরতে পারবেন অলি রবিনসন

নিষেধাজ্ঞার পরও মাঠে ফিরতে বাধা নেই ইংলিশ পেসার অলি রবিনসনের। 

৭-৮ বছর আগের ধর্ম ও নারী বিদ্বেষী টুইটের কারণে অভিষেক টেস্টের পরই নিষিদ্ধ হয়েছিলেন রবিনসন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় রবিনসনের। ম্যাচের প্রথম দিনেই ভাইরাল হয় দীর্ঘদিন আগে করা তার কয়েকটি টুইট। তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৩০ জুন শুনানি অনুষ্ঠিত হয়। 

ইসিবির ডিসিপ্লিনারি কমিটি তাকে ৮ ম্যাচের জন্য নিষিদ্ধ করে। যেখানে ৫ ম্যাচ স্থগিত করা হয়েছে ২ বছরের জন্য। এরই মধ্যে তিনটি ম্যাচ তিনি খেলতে পারেননি। ফলে এখন থেকে তার ম্যাচ খেলায় কোন বাধা নেই। তবে ৩২০০ পাউন্ড জরিমানা গুনতে হবে অলি রবিনসনকে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন