আর্কাইভ থেকে এশিয়া

ফিলিপাইনে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে মৃত্যু বেড়ে ৫০

ফিলিপাইনে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে হয়েছে ৫০ জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের বেশিরভাগই সেনাসদস্য। তবে তিনজন বেসামরিক নাগরিকও রয়েছে। উড়োজাহাজ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৯ জন। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছে পাঁচজন।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন, রানওয়েতে নামার সময় মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। নতুন করে ইঞ্জিন সচলের চেষ্টা করেও লাভ হয়নি। দুর্ঘটনার কারণ উদঘাটনে উড়োজাহাজের ডাটা রেকর্ডার থেকে জানার চেষ্টা কর হচ্ছে। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় রোববার সকালে ৯৬ জন আরোহী নিয়ে সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে সামরিক উড়োজাহাজটি। গেল ৩০ বছরে এটিই সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা ফিলিপাইনে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন