আর্কাইভ থেকে ক্রিকেট

টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি মুশফিকের

৩০৫ রানে পিছিয়ে থেকে মিরপুর টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টাতেই টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। অর্ধশত রান তুলে অবশ্য বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিক। আর ৪ চার যোগ করেই কর্ণওয়ালের বলে মায়ার্সের তালুবন্দী হয়ে ফেরেন তিনি। তার আগে অবশ্য ১০৫ বলে ৭ চারের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন মি. ডিপেন্ডেবল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৬ রান। মেহেদী হাসান মিরাজ ৬ রানে ও লিটন দাস ১৪ রানে অপরাজিত আছেন।

গতকাল শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ৭১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। দিন শেষে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন জুটি কিছুটা স্বস্তি দেয়া। 

আজ তৃতীয় দিনে এসে তাদের জুটি আরও বড় করার চেষ্টা করে। কিন্তু কর্ণওয়াল মিথুনকে ১৫ রানে ব্র্যাথওয়েটের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান। এর কিছুক্ষণ পর অবশ্য মুশফিকও কর্ণওয়ালের বলে মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) ৪০৯/১০(১৪২.২) (বনার ৯০, ডি সিলভা ৯২, জোসেফ ৮২, রাহী ৪-৯৮, তাইজুল ১০৮-৪)

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন