আর্কাইভ থেকে অপরাধ

মাওলানা জসিমকে ছুরিকাঘাত করা যুবক গ্রেপ্তার

রাজধানীর লালবাগে হেফাজত ইসলামের নেতা মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় মামলার প্রধান আসামি মাসুম হাসান ইমরানকে (৩২) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে লালবাগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় এই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাওলানা জসিম উদ্দিন লালবাগ পোস্তা জামিয়া কোরানীয়া আরাবিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

মাওলানা জসিম উদ্দিন জানিয়েছিলেন, তিনি কাউকে চিনতে পারেননি। তাকে পেছনের দিক থেকে ছুরিকাঘাত করা হয়েছে।

গত মঙ্গলবার মাওলানা জসিম উদ্দিন ধানমণ্ডির বাসায় যাওয়া জন্য মাদ্রাসার সামনে থেকে রিকশা নেন। রিকশাটি কিছুদূর যেতেই দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

এ সম্পর্কিত আরও পড়ুন