আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে দুই মাথা, তিন পা বিশিষ্ট শিশুর জন্ম

বরিশালে একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা ও তিন পাযুক্ত শিশুর জন্ম হয়েছে। তবে শিশুটি জন্মের কয়েক ঘণ্টা পরই মারা যায়।

মঙ্গলবার (৭ জুন) বরিশাল নগরীর ইসলামিয়া হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটি ভূমিষ্ঠ হয়। পরে শারীরিক সমস্যা দেখা দিলে শিশুটিকে রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

স্বজনরা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বকশির ঘটিচোরা এলাকার আ. জলিলের স্ত্রী শারমিন (৩৫) ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি শিশু রয়েছে।

বিষয়টি নিশ্চিত হতে পরবর্তী সময়ে পিরোজপুরে এক চিকিৎসকের কাছে যান, সেখানেও জানাতে পারেন তার গর্ভে দুটি বাচ্চা রয়েছে।

মঙ্গলবার বরিশালের গাইনি চিকিৎসক ডা. তানিয়ার কাছে যান শারমিন। সেখানে পরীক্ষায় জানা যায়, যমজ নয়, একটিই শিশু, যার দুটি মাথা আছে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় সিজারে শারমিনের সন্তান প্রসব করান। প্রসবের পর দেখা যায়, শিশুর দেহে দুই মাথা ও তিন পা।

প্রসবের পর শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানেই তার মৃত্যু হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন