আর্কাইভ থেকে বাংলাদেশ

পেট্রোলের দাম বাড়ায় সাইকেল চালিয়ে প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ১০০ রূপি ছাড়ানোর কারণে ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিবাদ মিছিল নিয়ে বিধানসভায় গেছেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। 

বুধবার (৭ জুলাই) সকাল আটটায় রতনপুরের বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে মিছিলে সামিল হন শ্রমমন্ত্রী। জগাছা থেকে তার সঙ্গে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।

কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হয়েছে ১০০ রূপি ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ রূপি ৫০ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে পারে বাজারে।

এ সম্পর্কিত আরও পড়ুন