আর্কাইভ থেকে বাংলাদেশ

কানে ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেল বাংলাদেশের রেহানা মরিয়ম নূর

পৃথিবীর অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শিত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে।

বুধবার (৭ জুলাই) কানের ডবসি থিয়েটারে স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিট) ছবিটির প্রদর্শনী শুরু হয়। প্রায় পৌনে ২ ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমাটির শুরু থেকে শেষ অবধি হলভর্তি দর্শক সিনেমাটি দেখেছেন নীরব হয়ে।

ছবিটি শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাত তালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার। এ সময় সেখানে উপস্থিত রেহানা মরিয়ম নূর-এর পুরো টিম আবেগে ভাসেন।

রেহানা মরিয়ম নূর প্রদর্শনী শেষে হল থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমনটাই জানান ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক। এ সময় বাঁধন আরও বলেন, ‘এটা শুধু রেহানা মরিয়ম নূর-এর সঙ্গে জড়িতদের একার সম্মান নয়, এটা আসলে আমাদের পুরো বাংলাদেশের সম্মান। আমরা দেশটাকে সঙ্গে করে নিয়ে এসেছি।’ 

প‌্যারিস থেকে এ অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্রটি দেখার পর উপস্থিত সবার যে প্রতিক্রিয়া ছিল, জানি না তা কেউ দৃশ‌্যধারণ করেছেন কিনা। সবাই যে সম্মান দিয়েছে, জানি সেটা পাওয়ার যোগ‌্য অন্তত আমি না। এই প্রাপ্তির সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিচালক ও টিমের। টিমের অন‌্য সব সদস‌্যকে সত‌্যি ভীষণ মিস করছি। কারণ এই কাজটি একার না, সবার কষ্টের ফল এটি।’

বাঁধন আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে দর্শক আমাদের স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। সেই সঙ্গে সবার হাততালিতে মুখরিত ছিল হলরুম। এটা অসাধারণ এক অনুভূতি, বলে বোঝাতে পারব না। এখন ১৬ তারিখের অপেক্ষায় আছি। আশা করছি, দেশবাসীর জন্য আরও সম্মান নিয়ে আসতে পারব।’  

১৯ বছর পর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা। কানের অফিসিয়াল সিলেকশনের ‘আঁ সেত্রাঁ রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে সাদের দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। আগামী ১৬ জুলাই পুরস্কার প্রধান অনুষ্ঠান। এদিন প্রাপ্তির ঝুলিতে জমা হতে পারে আরো নতুন কিছু।

প্রত‌্যাশা ব‌্যক্ত করে আজমেরী হক বাঁধন বলেন—‘অল্প পেতে পেতে মানুষের আকাঙ্ক্ষা বেড়ে যায়। আমরা হয়তো সেই জায়গায় চলে এসেছি। ১৬ জুলাই পুরস্কার প্রদান হবে। আশা করছি, হয়তো আরো ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারি।’ 

চলচ্চিত্রটির অন‌্যান‌্য চরিত্রে অভিনয় করেছেন—সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন