আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

মায়ামির ভবন ধসের ঘটনায় মৃত্যু বেড়ে ৫৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বুধবার পর্যন্ত ৫৪টি মরদেহ উদ্ধার হলো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভবন ধসের ঘটনায় প্রায় ১০০ জন নিখোঁজ হয়েছে। একটি ব্যক্তিগত ব্রিফিংয়ে হতাহতের পরিবারের সদস্যদের দমকল বিভাগ জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা নেই।

গেল ২৪ জুন প্রথমে ১২ তলা ভবনের অর্ধেক ইউনিট ধসে পড়ে। এরপর ৪ জুলাই রোববার রাতে বিস্ফোরণের মাধ্যমে ভবনের বাকি অংশ ভেঙে ফেলা হয়। ওই অংশে কোন মানুষ ছিল না। তবে বিস্ফোরণের আগে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়।

১৯৮০ সালে ভবনটি নির্মাণ করা হয়েছিল। এতে ১৩০টি ইউনিট ছিল। ভবন ধ্বসের কারণ এখনও জানা যায়নি।

ধসে যাওয়া ভবনটির ব্যাপারে আগেই সতর্ক করেছিল প্রকৌশলীরা। ভবনের মূল নকশায় ত্রুটি ছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রকৌশলীরা সতর্ক করে বলেছিল, ত্রুটির কারণে ভবনের বড় ধরনের ক্ষতি হতে পারে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন