আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ভারতীয় সেনা গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে দুই ভারতীয় সেনাকে গ্রেপ্তার করেছে দেশটির পাঞ্জাব পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজন হচ্ছে সিপাহী হরপ্রীত সিং এবং গুরভেজ সিং। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাব পুলিশের হাতে গ্রেপ্তার দুই সেনার বাড়ি অমৃতসরের চেচা গ্রামে। হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিল।

পাঞ্জাব পুলিশের দাবি, গেল কয়েক মাসে আইএসআইয়ের কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কয়েক শ’ নথি পাচার করেছে ওই দুই সেনা। আর্থিক সুবিধার বিনিময়ে এ কাজে রাজি হয় হরপ্রীত সিং। পরে গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে বন্ধু গুরভেজ সিংকেও।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দপ্তরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল গুরভেজ সিং। দাপ্তরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও কারিগরি তথ্যের নথি থাকার স্থানে তার প্রবেশাধিকার ছিল।

পাঞ্জাব পুলিশের দাবি, ভারতীয় সেনাবাহিনীর ৯শ’র বেশি নথির ছবি মাদক পাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে গুরভেজ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন