আর্কাইভ থেকে দেশজুড়ে

করোনাক্রান্ত স্ত্রীকে রেখে স্বামী উধাও, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু স্ত্রীর

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত গৃহবধূ আসমা আক্তারকে (৩৮) গেল মঙ্গলবার (৬ জুলাই) ভর্তি করেন তার স্বামী মোজাম্মেল। ভর্তি করার পরে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দেন মোজাম্মেল। হাসপাতালে ভর্তির এক দিন পর বুধবার (৭ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা আক্তার। 

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর পর্যন্ত আসমার কোনো স্বজনের সন্ধান পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বুধবার (৭ জুলাই) রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসমার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার হাসপাতাল কর্তৃপক্ষ স্বামীসহ স্বজনদের খোঁজ করে। কিন্তু কাউকেই পাওয়া যায়নি। অবশেষে রাতে মারা যান তিনি। 

এসআই শীলব্রত বড়ুয়া আরও জানান, মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে করোনা পজিটিভ রোগী হিসেবে আসমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর পালিয়ে যান আসমার স্বামী  মোজাম্মেল। করোনা ওয়ার্ডে এ রোগীর আর কোনো অভিভাবক যোগাযোগ করেনি।

এসআই বলেন, বুধবার (৭ জুলাই) রাতে আসমা আক্তারের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক রোগীর অভিভাবকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তির সময় দেওয়া স্বামী মোজাম্মেলের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসমা।

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন শীলব্রত বড়ুয়া।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন