আর্কাইভ থেকে করোনা ভাইরাস

একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ১১ হাজার ৬৫১; মৃত্যু ১৯৯ জন

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত  হয়েছেন ১১ হাজার ৬৫১জন। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে।  এসময় মারা গেছে ১৯৯ জন। মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জনের।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ৬৫ জনই ঢাকার। এছাড়া চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৫, খুলনায় ৫৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন। 

এর আগে, গেলো ৭ জুলাই রেকর্ডসংখ্যক ২০১ জন মারা গেছেন। ৬ জুলাই ১৬৩ জনের মৃত্যু হয়। ৫ জুলাই ১৬৪ জনের মৃত্যু হয়। ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়। হয়। ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়। ২ জুলাই ১৩২ জনের মৃত্যু হয়। ১ জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়। ৩০ জুন মারা যান ১১৫ জন। ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল।

 

এ সম্পর্কিত আরও পড়ুন