আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

চীনের আরও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র

জিনজিয়াংয়ে উচ্চ প্রযুক্তি নজরদারি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও ১০টির বেশি চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গেল মাসে আরও পাঁচটি কোম্পানি ও অন্যান্য চীনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছিল মার্কিন বাণিজ্য বিভাগ। তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হলো।

জানা গেছে, ১৪টি চীনা প্রতিষ্ঠানকে নতুন করে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। তবে প্রতিষ্ঠানগুলোর নাম এখনো জানা যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনে অবস্থিত মার্কিন দূতাবাস।

বাণিজ্য বিভাগের কালো তালিকার সংযোজনগুলো মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে দায়বদ্ধ করতে বাইডেন প্রশাসনের চেষ্টার অংশ। অবশ্য জিনজিয়াংয়ে গণহত্যা ও জোরপূর্বক শ্রমের অভিযোগ সবসময় অস্বীকার করে যাচ্ছে চীন। দেশটির দাবি, নীতিগুলোর মাধ্যমে বিচ্ছিন্নতাবাদী এবং ধর্মীয় উগ্রবাদীদের সরিয়ে দেওয়া প্রয়োজন। যারা মুসলিমঅধ্যুষিত উইঘুর এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে হামলা চালিয়ে উত্তেজনা ছড়াচ্ছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন