আর্কাইভ থেকে দেশজুড়ে

আওয়ামী লীগ বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ

রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। প্রায় ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ১০জন নেতাকর্মী আহত হয়েছেন।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারঘাট পৌরসভায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

সংঘর্ষের পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, শনিবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সড়কে বিএনপির কর্মীরা ধানের শীষের পোস্টার লাগাতে থাকে। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পোস্টার লাগাতে বাঁধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

পরে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর হামলা চালায়। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে উভয় পক্ষের ১০জন নেতাকর্মী আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারঘাট থানা পুলিশ  ঘটনাস্থলে পৌছে টিয়ার সেল নিক্ষেপ করে। ঘটনার পর পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পুরো পৌরসভা পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

শেখ সোহান

 

এ সম্পর্কিত আরও পড়ুন