আর্কাইভ থেকে বাংলাদেশ

১৫ জনের দেহে জিকা ভাইরাস শনাক্তের পর ভারতে সতর্কতা জারি

ভারতের কেরালা রাজ্যে ১৫ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত  হয়েছে। এরপর সব জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। 

তিরুবনন্তপুরম জেলায় ভাইরাসটিতে আক্রান্তদের শনাক্ত করার কথা নিশ্চিত করেছেন, রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। এদের অধিকাংশই স্বাস্থ্যকর্মী।

তিনি আরও জানান, ভাইরাসটি প্রথম শনাক্ত হয় ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর শরীরে। তিনি পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা। গেলো ২৮ জুন তিনি জ্বর, মাথাব্যথা ও চর্মরোগ নিয়ে কেরালার রাজধানী শহর তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে ভর্তি হন।

১৯৪৭ সালে সর্বপ্রথম উগান্ডার জিকা জঙ্গলে বসবাসরত বানরের কাছ থেকে মানুষের দেহে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে এটিকে পৃথক ভাইরাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরের বছর ১৯৫৩ সালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, গবেষকরা ভারতে ভাইরাসটিতে আক্রান্ত মানুষ খুঁজে পায়। সে সময় ১৯৬টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের শরীরে এটি শনাক্ত করা হয়। ২০১৬-২০১৭ সালে গুজরাটের আহমেদাবাদ শহরে ভাইরাসটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সাধারণত মশার মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন