আর্কাইভ থেকে দেশজুড়ে

কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরিত হয়ে স্বামী-স্ত্রী মৃত্যু ও দুই সন্তান দগ্ধ। 

শুক্রবার (১০ জুলাই) রাতে ইয়াসমিন (৩৫) ও শনিবার সকালে তার স্বামী আব্দুল মতিনের (৪০) মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল মতিনের শরীর ৯২ শতাংশ ও ইয়াসমিনের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। 
 
গতকাল শুক্রবার ভোরে সিলেট্টাবাজার এলাকার একটি বাসার নিচতলায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়। এতে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

মারা যাওয়া দম্পতির শিশু সন্তান মাইশা (৯) ও আয়শা (৫) এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকৎসাধীন। মাইশার শরীর ৪৫ শতাংশ ও আয়শার ৪২ শতাংশ পুড়ে গেছে। আর ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

ঢামেক পুলিশ  ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু বলেন, শুক্রবার রাতে ইয়াসমিন ও শনিবার সকালে তার স্বামী মতিন মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন