আর্কাইভ থেকে দুর্ঘটনা

কাটাবনে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন

রাজধানীর কাটাবন এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে নির্মাণকাজ চলা একটি প্লটে আগুনের ঘটনা ঘটেছে। সেখানকার নির্মাণ শ্রমিকরাই আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাটাবন মার্কেটের উল্টো দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর পরও ঘণ্টা খানেক ঘটনাস্থলে মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছিল।

স্থানীয়রা জানান, আগেও একই জায়গায় এমন ঘটনা ঘটেছিল। তখন তিতাসকে জানালে এখানে কিছু খুঁজে পায়নি।

ফায়ার সার্ভিসের পলাশী স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, এখানে একটি বাসা ছিল। সেটি ভেঙে ফেলার পর গ্যাস লাইনের বিভিন্ন জায়গায় লিক ছিল, সেখান থেকে গ্যাস বের হচ্ছিল।ধারণা করছি কেউ সিগারেট খেয়ে সেখানে ফেলায় আগুন ধরে যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. কাইয়ুম বলেন, রাত পৌনে ১২টার দিকে জানতে পারি এখানে আগুন লেগেছে। আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। গ্যাস লাইনে লিকেজ আছে, সেটা থেকেই আগুনের ঘটনা ঘটতে পারে।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন