আর্কাইভ থেকে এশিয়া

জাপানে ভারি বৃষ্টি; আড়াই লাখ মানুষকে সরানোর নির্দেশ

জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে কয়েকটি এলাকা থেকে আড়াই লাখের মতো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার এ নির্দেশনা জারি করে দেশটির আবহাওয়া বিভাগ।

জাপানি গণমাধ্যম জাপান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার কিয়ুশু দ্বীপের তিনটি এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে জাপানের আবহাওয়া বিভাগ। এরপরই বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসনগুলো।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি শহরের নাগরিকদের ওপর এ নির্দেশনা জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। এরমধ্যে হিতোয়োসি দ্বীপের শহরও অন্তর্ভূক্ত রয়েছে।

এক সংবাদ সম্মেলনে আবহাওয়া বিভাগের কর্মকর্তা কাগোশিমা বলেন, নদী উপচে পড়া ও ভূমিধস সম্পর্কে বাসিন্দাদের উচ্চ সতর্ক থাকতে হবে। ভারি বৃষ্টির কারণে ওই অঞ্চলের বিভিন্ন নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পানির প্রবাহ বিপদসীমার উপর দিয়ে থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

জাপানে ভারি বৃষ্টিপাত, বন্যা, ভূমিধস ও ভূমিকম্পের মতো দুর্যোগে প্রায়ই মানুষ মারা যায়। মাত্র এক সপ্তাহ আগে রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের আতামি শহরে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে মারা যায় অন্তত নয়জন। নিখোঁজ হয় ২০ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন