আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরও প্রায় সাড়ে ছয় হাজার

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও প্রায় সাড়ে ছয় হাজার জন। একই সময়ে আরও তিন লাখ ৭০ হাজার মানুষের শরীরে মিললো ভাইরাসটি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় প্রথমবার প্রতিদিনের মৃত্যু তালিকার শীর্ষে ছিলো ইন্দোনেশিয়া। দেশটিতে একদিনে মারা গেছে এক হাজার সাতজন, যা দ্বিতীয় সর্বোচ্চ। একইসঙ্গে ৩৬ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে সংক্রমণ।

রোববার এরপরই ছিলো রাশিয়ার অবস্থান। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে ৭শ’ জন।

এদিন ভারতে মারা গেছে ৭২০ জন। শনাক্তের দিক থেকে শীর্ষে থাকা দেশটিতে রোববারও ভাইরাসটি মিলেছে সাড়ে ৩৭ হাজার মানুষের শরীরে।

এদিকে, ব্রাজিলে কিছুটা কমেছে করোনার ভয়াবহতা। রোববার দেশটিতে মারা গেছে ৬শ’র মতো মানুষ। একই সময়ে শনাক্ত হয়েছে ২১ হাজার জন।

এদিন ৫২৮ জনের মৃত্যু দেখেছে ল্যাটিন অ্যামেরিকার অপর দেশ কলম্বিয়া।

বিশ্বে সবমিলিয়ে করোনায় মোট মারা গেছে ৪০ লাখ ৪৯ হাজার জনের বেশি। শনাক্ত হয়েছে মোট পৌঁণে ১৯ কোটি মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছে প্রায় ১৭ কোটি ১৬ লাখ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন