আর্কাইভ থেকে ফুটবল

ফাইনাল হেরে মেসিকে কি বলেছিলেন নেইমার?

রোববার (১১ জুলাই) দেশের হয়ে প্রথম কোপা আমেরিকা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে নেইমারের। এত কাছে এসেও শিরোপা হাতছাড়া হওয়ায় মারাকানায় এদিন কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান পোস্টারবয়। আর্জেন্টাইনরা যখন শিরোপা উৎসবে ব্যস্ত, নেইমার তখন ছুটে যান মেসির কাছে। লম্বা সময় ধরে আলিঙ্গনে সাবেক সতীর্থকে শুভেচ্ছা জানান, জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা জয়ে। মেসি-নেইমারের এই আবেগঘন মুহূর্ত প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। তবে মেসিকে সেদিন কি বলেছিলেন নেইমার?
 
বার্সে্লোনায় ক্যারিয়ারের অন্যতম সেরা চার বছর কাটিয়েছেন নেইমার। মেসি-নেইমারের বন্ধুত্বের শুরুটা সেখানেই। এরপর নেইমার ক্লাব বদলালেও তাতে বন্ধুত্বের উপর প্রভাব পড়েনি বিন্দুমাত্র। কোপার ফাইনালের অন্যতম আকর্ষণ ছিল তাই মেসি-নেইমারের পূণর্মিলন। এই পূণর্মিলনে কেঁদেছে দুজনই। একজন আনন্দের, অন্যজন ব্যর্থতার। অবশ্য দুই বন্ধুই খুনসুটিতে মাতেন পরবর্তীতে।  

ফাইনাল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়কের উৎসর্গে নেইমার লেখেন, 'গতকাল (রোববার) হেরে যাওয়ার পর আমি গিয়ে আমার দেখা সব সময়ের সেরা খেলোয়াড়কে আলিঙ্গন করি, সে আমার বন্ধু ও ভাই মেসি। আমার মন খারাপ ছিল এবং তাকে মজা করে বলি, ‘তুমি আমাকে হারিয়ে দিলে’!'
 
মেসিকে অসাধারণ উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রাজিল অধিনায়ক। নেইমার বলেন, 'হেরে যাওয়ায় আমি হতাশ, কিন্তু এই মানুষটা (মেসি) অসাধারণ! ফুটবলের জন্য এবং বিশেষ করে আমার জন্য সে যা করেছে সেজন্য তার প্রতি আমার রয়েছে সর্বোচ্চ সম্মান।' 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন