আর্কাইভ থেকে ফুটবল

চুমুতে মেসিকে অভিবাদন জানালেন স্ত্রী

মেসিকে সবসময় উৎসাহ দিয়ে আসছেন রোকুজ্জো। ক্যারিয়ার, উত্থান-পতন খুব কাছ থেকে দেখেছেন তিনি। সবসময় ছায়া হয়ে ক্ষুদে জাদুকরের সঙ্গে ছিলেন এই নারী। বার্সেলোনার ক্যারিয়ারে মেসির রয়েছে অনেক অর্জন।

ফুটবলের ক্ষুদে যাদুকর মেসির ছোটকালের বান্ধবী আন্তনেল্লা রোকুজ্জো। তাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মেসি। এই দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান।

মেসিকে সবসময় উৎসাহ দিয়ে আসছেন রোকুজ্জো। ক্যারিয়ার, উত্থান-পতন খুব কাছ থেকে দেখেছেন তিনি। সবসময় ছায়া হয়ে ক্ষুদে জাদুকরের সঙ্গে ছিলেন এই নারী। বার্সেলোনার ক্যারিয়ারে মেসির রয়েছে অনেক অর্জন। এসব অর্জন সবসময়ই গর্বিত করে রোকুজ্জোকে। তবে আর্জেন্টিনার জার্সিতে মেসির হাত শূন্য ছিল। আর যা কখনোই পছন্দ করতেন না তার অর্ধাঙ্গিনী।

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার-২০২১ শিরোপা নিজেদের ঘরে তুলতে পেরেছে মেসি বাহিনী। দলকে সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বের অন্যতম এই ফুটবলার। যার জন্য গোল্ডেন বুট ও গোল্ডেন বল পেয়েছেন মেসি।

ম্যাচ জিতে নিজের স্ত্রী ও সন্তান্দের সঙ্গে কথা বলতে ভুলেননি মেসি। ভিডিও কলের মাধ্যমে মাঠেই স্ত্রীকে কল করেন তিনি। আনন্দ উচ্ছ্বাস কণ্ঠে কথা বলেছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর।

আর্জেন্টিনার কাপ জয়ে সমর্থকদের পাশাপাশি বেশ খুশি রোকুজ্জোও। মেসি ও তার দলকে অভিবাদন জানানোর তর সইছিল না তার।

ব্রাজিল থেকে গতকালই দেশে ফেরেন মেসিরা। বিমানবন্দরে হাজির হয়ে গিয়েছিলেন রোকুজ্জো। মেসিকে সামনে পেয়ে দৌড়ে কোলে উঠে যান। সেখানেই চলল তাদের শিরোপা উদযাপন। প্রিয় মানুষকে কাছে পেয়ে আত্মহারা রোকুজ্জো। চুমু এঁকে দেন জাতীয় বীরকে। বোঝাই যাচ্ছিল, মেসির সঙ্গে তারও শিরোপার অপেক্ষা দূর হয়েছে। 

রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘যোগ্য ব্যক্তি হিসেবেই মেসি শিরোপা জিতেছেন।’ তার ভাষ্য, ‘আমরা এখন চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা এগিয়ে যাও। ভালোবাসা এগিয়ে যাও। এতদিন ধরে যা স্বপ্ন দেখেছ, অবশেষে তা পেয়েছ। তুমি সত্যিই শিরোপা জেতার যোগ্য দাবিদার। তোমাকে দেখতে ও একসঙ্গে উদযাপনের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন