আর্কাইভ থেকে বাংলাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় এক বাইক আরোহী নিহত

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক আরোহী মেহেদী হাসান রিপন (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রিপন বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া মণ্ডলপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করেন। এর পর তিনি বেসরকারি সংস্থা টিএমএসএসে নিরাপত্তা প্রহরীর সুপারভাইজার পদে যোগদান করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মেহেদী বাড়ি থেকে মোটরবাইকে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকা-রংপুর মহাসড়কে গোকুল বন্দরে ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছান। এ সময় নীলফামারীর ডোমার থেকে ছেড়ে আসা বালুবোঝাই ট্রাকের (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরবাইকে ধাক্কা দেয়।

এতে রিপন মহাসড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়েছে। নিহত এনজিওকর্মী রিপনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মুক্তা মাহমুদ

 

এ সম্পর্কিত আরও পড়ুন