আর্কাইভ থেকে দেশজুড়ে

জামালপুরের লোকালয়ে মিলল ১০ ফুট লম্বা অজগর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক কৃষকের বীজতলা থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ সাপটি শেরপুর বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলার তারতাপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমান জাল দিয়ে ঘেরা তার একটি বীজতলার আটকা পড়া অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে এলাকার উৎসুক লোকজন সাপটি দেখার জন্য সেখানে ভিড় জমান।

জানা যায়, ১০ ফুট দীর্ঘ অজগর সাপটি  উদ্ধার করে শেরপুর বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুর বনবিভাগের অফিস সহায়ক জোবায়ের হোসেন জানান, পাইথন সাপটি হয়তো কোনো বনাঞ্চল থেকে পানিতে ভেসে এই এলাকায় এসেছে। প্রয়োজন হলে চিকিৎসা দিয়ে সাপটিকে শেরপুর মধুটিলা বনাঞ্চলে উন্মুক্ত করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন