মঙ্গল গ্রহে মিললো এক অদ্ভুত ছবি
নাসার ক্যামেরায় মঙ্গল গ্রহের অদ্ভুত এক ছবি ধরা পড়েছে। ছবিতে একটি ভালুকের মুখের অবয়ব ধরা পড়েছে। যেন একটি ভালুকের মুখ সরাসরি তাকিয়ে আছে ক্যামেরার দিকে।
সোমবার (৩০ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ডিসেম্বরে মঙ্গলের ভূপৃষ্ঠে নাসার ক্যামেরায় ধরা পড়েছে ছবিটি।
তবে এটা জীবন্ত ভালুক নয়। কিছুটা বৃত্তাকার ফাটল মাথার আকৃতি দিয়েছে। ছবির মাঝের দুটি গর্ত দেখলেই মনে হয় দু’টি চোখ। আর চোখের নিচে ইংরেজি ‘ভি’ আকৃতির কাঠামোটিকে ভালুকের নাক বলে মনে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনা ২৫ জানুয়ারি ছবিটি প্রকাশ করেছে। মার্কিন নভোযান তৈরির প্রতিষ্ঠান বল অ্যারোস্পেসের সাথে যৌথ উদ্যোগে হাইরাইজ ক্যামেরা তৈরি করেছে বিশ্ববিদ্যালয়টি।