ইভিএমে ত্রুটি, দুইবারে ভোট গ্রহণ
ইভিএমে ত্রুটি থাকার কারণে ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনের লোহাগাড়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের দুবার ভোট দিতে হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) ভোট কেন্দ্রে ভোট দিতে এসে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন ভোটাররা।
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভ্রাম্যমাণ বুথের ২ নম্বর ও ৪ নম্বর কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি থাকায় ভোট দিতে সমস্যা হয়েছে।
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আল মাবুদ গণমাধ্যমকে বলেন, ‘এ কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৭০৬ জন। যথাসময়ে ভোট গ্রহণ শুরু হলেও কয়েকটি মেশিনে ত্রুটির কারণে ভোট নিতে দেরি হচ্ছে। নির্বাচন অফিসে যোগাযোগ করা হয়েছে, দ্রুত এ সমস্যার সমাধান হবে।
উপ নির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রত্যেকটিতেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলছে।